Concepts Of Economics – W.B.C.S. Exam – Fourth Five Year Plan.
By Dipayan Ganguly, WBCS Gr A
তৃতীয় পরিকল্পনা যুদ্ধ এবং নেতৃত্ব স্থানীয়দের মৃত্যুতে জর্জরিত হওয়ার পরে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছুটি ঘোষণা করা হল। ১৯৬৬—১৯৬৯ এ ফি বছর একটা করে বার্ষিক পরিকল্পনা করা হল। ১৯৬৯ এ ইন্দিরা গান্ধী চতুর্থ পরিকল্পনার কথা ভাবলেন। কিন্তু তাঁর চেয়ারটাও কম উত্তপ্ত ছিল না। ১৯৭১ এ পাকিস্তানের সাথে ফের যুদ্ধ হল একটা অকৃতজ্ঞ দেশকে স্বাধীন করার তাগিদে। এই সময় অবশ্য ১৪ টা ব্যাঙ্ককে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, এর পেছনে সুদূরপ্রসারী কারণ ছিল বটে।Continue Reading Concepts Of Economics – W.B.C.S. Exam- Fourth Five Year Plan.
১৯৭৩ এ আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া হয়ে যাওয়ার দরুণ দেশে তেল ও সারের দাম বেড়ে গেল। কাজেই মূল্যবৃদ্ধিতে দেশ ফের জেরবার হল।
১৯৭৪ এ পাকিস্তানের অবৈধ বাপ আমেরিকা তার অপগণ্ড সন্তানের ১৯৭১ এর যুদ্ধে হারের জন্য ভারতকে ভয় দেখাতে বঙ্গোপসাগরে জাহাজ নিয়ে হাজির হল। বেগতিক দেখে ইন্দিরাজী দিল্লীতে বসে পরমাণু বোমার বোতাম টিপে অবৈধ বাপ বেটাকে বুঝিয়ে দিলেন যে ভারত কারও বাপের জায়গির নয়।
অবশ্য দ্বিচারীতা করতে থাকা পুঁজিবাদী পাশ্চাত্য দেশগুলো আমাদের ওপর অনেক নিষেধাজ্ঞা চাপিয়ে দিল।
এই পরিকল্পনার প্রথম দু বছরে বৃদ্ধি মোটামুটি ভালোই ছিল (5.2% 1969-70 এ এবং 4.2% 1970-71 এ) । কিন্তু এর পরে বৃদ্ধি শ্লথ হয়ে যায়, কারণগুলো আগেই বলেছি। এই পরিকল্পনায় ১৫৯০২ কোটি টাকা বরাদ্দ করা হলেও শেষ অবধি তা কমে ১৫৭২৪ কোটিতে গিয়ে দাঁড়ায়। শিল্প, পরিবহন ও সেচ-শক্তি বিভাগের খরচে রাশ টানতে হয়। কারণ— ওই যে আগেই বলেছি- যুদ্ধ, বোমা, নিষেধাজ্ঞা আর তেল। এর ফলে বৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5% থাকলেও 3.4% অবধি নম্বর তোলা সম্ভব হয়। এই পরিকল্পনাতেই, ১৯৭১ এ গরিবি হাটাও এর স্লোগান দেওয়া হয়। অবশ্য সেটা ছিল নির্বাচনী প্রচার মাত্র।
Please subscribe here to get all future updates on this post/page/category/website