MCQ সমাধান করার সঠিক পদ্ধতি – For W.B.C.S. Examination.
By Dipayan Ganguly, WBCS Gr A
পরীক্ষার আগে আমরা প্রচুর MCQ প্র্যাকটিস করে যাই অথচ পরীক্ষার হলে গিয়ে সঠিক অপশনটা নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে।Continue Reading MCQ সমাধান করার সঠিক পদ্ধতি – For W.B.C.S. Examination.
এর ফলে প্রচুর নেগেটিভ মার্কিং হয়ে যায়। এটা রুখতে গোড়া থেকেই আমাদের উচিত MCQ এর অপশনগুলো না দেখে প্র্যাকটিস করা। কিভাবে?একটা কাগজের টুকরো নিয়ে বইএর MCQ এর অপশনগুলো ঢেকে রাখ।
মস্তিষ্কের ওপর কিঞ্চিৎ বল প্রয়োগ করে সঠিক উত্তরটা মনে করে খাতায় লিখে রাখ। সবকটা MCQ সমাধান হয়ে গেলে মিলিয়ে দেখ কতগুলো সঠিক হল। এই চর্চার ফলে কোনো বিষয়ের যে কোনো অধ্যায় সঠিকভাবে তৈরি হয়ে যাবে।
পরীক্ষার হলে দ্বন্দ্ব অনেকটা কমে আসবে। নেগেটিভ মার্কিং এর প্রবণতা এক ধাক্কায় কমে যাবে। এটা এখন থেকেই শুরু করে দাও। ফলপ্রসূ তো বটেই!
Please subscribe here to get all future updates on this post/page/category/website