W.B.C.S Main 2002 Optional Question Paper Bengali Literature.
W.B.C.S Main 2002 Optional Question Paper Bengali Literature paper 1
BENGALI Paper-I.Continue Reading W.B.C.S Main 2002 Optional Question Paper Bengali Literature.
Time Allowed-3 Hours Full Marks-100
(প্রতি বিভাগ থেকে অন্তত একট প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে।)
[উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয়।]
‘ক’ বিভাগ
১। “সিদ্ধাচার্যদের সাধনতত্ত্ব-জ্ঞাপক ও অধ্যাত্ম-অনুভূতি চর্যাগতিগুলিতেই অচির-উদ্ভুত বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন বিদ্যমান।”-উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন ।
২। প্রাকচৈতন্য ও চৈতন্যোত্তর কালের দুজন প্রধান কবির রচনা অবলম্বনে মনসামঙ্গল কাব্যধারার বৈশিষ্ট্য প্রদর্শন করুন।
৩। বিহারীলাল চক্রবর্তীর রচনাবলীর পরিচয় দিয়ে তাকে বাংলা গীতিকাব্যধারার ‘ভোরের পাখি’ বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।
৪। গিরিশচন্দ্র ও দ্বিজেন্দ্রলাল দুজনেই পৌরানিক নাটক রচনা করলেও দুজনের দৃষ্টিভঙ্গি ও রচনাবৈশিষ্ট্যের পার্থক্য নিরুপন করুন।
‘খ’ বিভাগ
৫। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সংক্ষেপে লিপিবদ্ধ করুন ।
৬। প্রাচীন অথাৎ আদিম স্তরের বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন ।
৭। মৌলিক স্বরধ্বনির উচ্চারণস্থানের সাথে তুলনায় বাংলা স্বরধ্বনির উচ্চারণস্থান চিত্রসহ উপস্থাপন করুন ।
৮। সংক্ষিপ্ত টীকা রচনা করুন (যে কোন চারটি) :
ক্ষতিপূরক দীর্ঘীভবন (Compensatory lengthening ); শ্রুতিধ্বনি (Glide); বিপ্রকর্ষ (Anaptyxis); সাদৃশ্য (Analogy); বিষমচ্ছেদ (Metanalysis); অর্থসংক্রম; অবহটঠ; বাংলা ভাষায় দেশি শব্দ ।
গ-বিভাগ
৯। ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।
১০। ‘বিদ্যাপতি সুখের কবি চন্ডিদাস দুঃখের কবি ।’ — বিদ্যাপতি ও চন্ডিদাস সম্বন্ধে এই ধরনের তুলনামূলক বিচার কতটা সংগত পর্যালোচনা করুন ।
১১। মৈমনসিংহগীতিকা এবং পূর্ববঙ্গগীতিকা অবলম্বনে লোকায়ত রোমান্টিক প্রণয়কাহিনী-রচনাধারার পরিচয় দিন ।
১২। সংক্ষেপে আলোচনা করুন ( যে-কোন দুটি ) :
চৈতন্যভাগবত ; দ্বিজমাধব; আলাওল ; আলালের ঘরের দুলাল ; প্রভাবতী সম্ভাষণ ; বৃত্রসংহার কাব্য ।
W.B.C.S Main 2002 Optional Question Paper Bengali Literature paper 2
BENGALI Paper-II
Time Allowed-3 Hours Full Marks-100
(ক বিভাগ থেকে তিনটি এবং খ বিভাগ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।)
ক-বিভাগ
১। মধুসূদনের নাট্যপ্রতিভার পরিচয় দিয়ে প্রহসন রচনায় তাঁর কুশলতার মূল্যায়ন করুন ।
২। বাংলা গদ্যের উন্মেষ পর্বে পর্তুগীজ মিশনারীদের গদ্যচর্চার একটি বিবরণ দিন
৩। ঔপনাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় সম্পর্কে একটি নিবন্ধ লিখুন।
৪। কবি বিহারীলাল চক্রবর্তী ও বাংলা কাব্যে রোমান্টিকতার সূচনা সম্পর্কে অলোচণা করুন।
৫। যে-কোন দুটির অলোচণা করুন :
(ক) নীলদর্পন; (খ) নবীনচন্দ্র সেন; (গ) বঙ্গদর্শন; (ঘ) বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায় ।
খ-বিভাগ
৬। কবি জীবনানন্দ দাসের কবিপ্রতিভার স্বরূপ নির্ণয় করুন ।
৭। নাট্যকার বিজন ভট্রাচার্যের নাট্যকর্মের আলোচনাসূত্রে তার নাট্যপ্রতিভার পরিচয় দিন।
৮। যে-কোন একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করুন :
(ক) বাংলা আঞ্চলিক উপন্যাস
(খ) বাংলা একাঙ্ক নাটক ও নাট্যকার
(গ) ঔপন্যাসিক তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(ঘ) রবীন্দ্র সঙ্গীত – ভাবীকালে ।
Our own publications are available at our webstore (click here).
For Guidance of WBCS (Exe.) Etc. Preliminary , Main Exam and Interview, Study Mat, Mock Test, Guided by WBCS Gr A Officers , Online and Classroom, Call 9674493673, or mail us at – mailus@wbcsmadeeasy.in
Visit our you tube channel WBCSMadeEasy™ You tube Channel
Please subscribe here to get all future updates on this post/page/category/website